আনুষ্ঠানিক লকডাউন ঘোষণার আগে দেশের সব জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। লকডাউন ঘোষণার পর রাজশাহীর প্রবেশপথগুলোতে বসানো আছে পুলিশের প্রহরা। কিন্তু কোনোকিছুই যেন বাধা মানছে না। পুলিশের পাহারা ডিঙিয়ে রাজশাহীতে আসছে মানুষ। যারা আসছেন, তাদের অধিকাংশ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে। এ পর্যন্ত রাজশাহীতে যে পাঁচজনকে করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে, তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। স্থানীয় সূত্রগুলো জানায়, প্রতিদিন রাজশাহী থেকে মাছ ও সবজির ট্রাক যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এগুলোই এখন মানুষ পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। ফেরার পথে তারা মানুষ ভর্তি করে নিয়ে আসছেন। পথে পুলিশ থাকলেও সেই বাধা টপকে যাওয়ার কৌশল আছে চালক ও হেলপারদের কাছে। নাম প্রকাশ না করার শর্তে এক চালক জানান, নাটোর হয়ে রাজশাহীতে ঢুকতে হলে পুঠিয়ার শেষ সীমানায় থাকা পুলিশকে জনপ্রতি ৫০ টাকা দিতে হয়। আর নওগাঁয় ঢুকলে ৩০ টাকা। তাহলে আর কোথাও বাধা থাকে না। এভাবে তারা রাজশাহীর বাইরে থেকে লোক নিয়ে আসছেন। রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, কীভাবে মানুষ রাজশাহীতে ঢুকছে সেটি অনুসন্ধান করতে গিয়ে কিছু ফাঁকফোকর পাওয়া গেছে। তবে সেটি বন্ধ করা হয়েছে। এখন মাছ ও সবজির ট্রাকে মানুষ পরিবহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে আগের তুলনায় মানুষের প্রবেশ কমেছে। তবে পুলিশ দাবি করলেও মানুষের প্রবেশ বন্ধ নেই। রাজশাহীর ল্যাবে করোনা পজেটিভ হওয়ার পরই জানা যাচ্ছে তারা নারায়ণগঞ্জ, ঢাকা অথবা গাজীপুর থেকে এসেছেন। তারা সবাই পোশাক কারখানায় কর্মরত। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফেরা লোকজনকে রাজশাহীতে করোনা ছড়াচ্ছে বলে শঙ্কা দেখা দিয়েছে। এ জন্য বাহির থেকে আসা লোকজনকে আলাদা থাকার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রবিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর আরও তিনজনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আছে রাজশাহীর পুঠিয়া উপজেলার একজন, নওগাঁর আত্রাই উপজেলার একজন ও সিরাজগঞ্জের এনায়েতপুরের একজন। এ নিয়ে রাজশাহী ল্যাবে ১৩ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।
শিরোনাম
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
ট্রাকে ট্রাকে রাজশাহীতে আসছে মানুষ
নাটোর পুলিশকে জনপ্রতি দিতে হয় ৫০ টাকা, নওগাঁয় ৩০ টাকা!
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর