করোনা সংক্রমণের কারণে ক্ষতির মুখে পড়েছেন খুলনার পাঁচ হাজার প্রান্তিক পোলট্রি খামারি। বাজারে প্রতিনিয়ত বাড়ছে মুরগির খাদ্য, ওষুধ ও পরিবহন ব্যয়। বিপরীতে খামারে উৎপাদিত ডিম-মাংসের দাম কমেছে। খামারিরা বলছেন, পোলট্রির মুরগি, ডিমের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে এ ধরনের গুজবের কারণে ডিম-মাংসের বিক্রি কমেছে। পাশাপাশি উৎপাদিত পণ্য বাজারজাত করতে না পারায় পোলট্রি শিল্পে ধস নেমেছে। খামারিরা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোলট্রি খাত। করোনাভাইরাসের কারণে ডিম-মাংসের ন্যায্যমূল্য না পেয়ে বর্তমানে খামারিরা চরম ক্ষতির মুখে পড়েছেন। প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ৯০-৯২ টাকা। বাজারে তা বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। ডিমের উৎপাদন ব্যয় ৬ টাকা হলেও বিক্রি হচ্ছে সাড়ে ৪ টাকা থেকে ৫ টাকায়। আবার এমন পরিস্থিতিতে খামারিরা ব্রয়লার ও লেয়ারের বাচ্চা খামারে তুলছেন না। এতে হ্যাচারি মালিকরাও উৎপাদিত বাচ্চা বিক্রি করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খুলনা পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন বলেন, খুলনা জেলায় চাহিদার তুলনায় পোলট্রির ডিম ও মাংসের উৎপাদন বেশি। কিন্তু লকডাউনে পণ্য পরিবহন বন্ধ থাকায় বিক্রি করা যাচ্ছে না। খুলনার জিন্নাহপাড়া এলাকার খামারি সেলিম হোসেন জানান, ডিম উৎপাদনকারী ছোট আকারের খামারেও প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার টাকা ক্ষতি হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ডিম পাড়া লেয়ার মুরগিও বিক্রি করে দিতে হবে। তিনি বলেন, পচনশীল পণ্য পরিবহনে বাধা নেই বলা হলেও বিভিন্ন স্থানে তাদেরকে হয়রানির মুখে পড়তে হচ্ছে। চলমান এ ক্ষতি কাটিয়ে উঠতে পোলট্রি খাতে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিরা। জানা যায়, খুলনায় মুরগির বা"চা উৎপাদনকারী হ্যাচারি মালিক-শ্রমিক, খামারি, পাইকারি-খুচরা বিক্রেতা, খাদ্য বিক্রেতা, পরিবহনকারী মিলিয়ে এক লাখেরও বেশি মানুষ পোলট্রি শিল্পে জড়িত। ডিম ও মাংসের চাহিদা, দাম কমে যাওয়ায় এরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হক জানান, লকডাউনের কারণে উৎপাদিত ডিম ও মাংস ন্যায্যমূল্যে বিক্রি করতে না পেরে খামারিরা ক্ষতিগ্রস্ত হ"েছন। তবে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারিভাবে প্রণোদনা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
শিরোনাম
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
খুলনায় ক্ষতির মুখে পোলট্রি খামারিরা
পণ্য পরিবহন বন্ধ থাকায় বিক্রিতে ধস
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর