মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাভারে করোনা আতঙ্কে ফেলে যাওয়া নারী এখন ম্যাজিস্ট্রেটের মা

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে করোনা আতঙ্কে সন্তানদের ফেলে যাওয়া সেই মায়ের পরিচয় এখন ম্যাজিস্ট্রেটের মা। করোনা রোগী সন্দেহে তাকে সাভারের তেতুলজোড়া ইউনিয়নের জয়নাবাড়ী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তার চিকিৎসার সব দায়দায়িত্ব নেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ। বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। দেশ ও বিদেশে ওই অসহায় মহিলা ম্যাজিস্ট্রেটের মা হিসেবে পরিচিতি লাভ করেন। সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে আমার কোনো কাজ যদি মানবিকতার নজির স্থাপন করে থাকে এবং এতে প্রশাসনের ভাবমূর্তি সমৃদ্ধ হয়, তবে আমি গর্বিত।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুম্মন বলেন, অসহায় বৃদ্ধ মহিলাকে    মায়ের মর্যাদার পাশাপাশি তার চিকিৎসাসহ সব দায়িত্বভার গ্রহণ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ। এতে প্রশাসনের ভাবমূর্তি সমৃদ্ধ হয়েছে। ওই বৃদ্ধা এখন ম্যাজিস্ট্রেটের মা।

সর্বশেষ খবর