বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রকোপের এই সময়ে কর্মহীন হয়ে পড়েছে দেশের অসংখ্য কর্মক্ষম মানুষ। এ সব মানুষকে আগামী ঈদে সহায়তা করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চট্টগ্রামের ১ লাখ ৮০ হাজার পরিবার ২ হাজার ৫০০ টাকা করে পাবে ৪৫ কোটি টাকা। ইতিমধ্যে এসব উপকারভোগীর নাম ও মোবাইল নম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনলাইনে আপলোড করা হয়েছে। ‘করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অর্থ প্রদান’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার এ কর্মসূচি উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাহী অফিসারদের সাহায্যে একটি তালিকা প্রণয়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইলে ম্যাসেজ আসে। এ সময় উপস্থিত ব্যাংকিং এজেন্টের কাছ থেকে ক্যাশ করে উপকারভোগীদের হাতে টাকা তুলে দেওয়া হয়। নগদ, বিকাশ, রকেট ও ইজি’র মাধ্যমে এসব টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিতরণ শুরু হওয়া টাকা ঈদের আগেই উপকারভোগীদের মোবাইলে চলে যাবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘করোনায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় ও কর্মহীন একজন মানুষকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। প্রথম দফায় চট্টগ্রামের ১ লাখ ৮০ হাজার পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে ৪৫ কোটি টাকা দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও বাড়তে পারে।’ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘পৌরসভা এলাকার ১ হাজার ৪২৭ জন এবং ১৭ ইউনিয়নের ৯ হাজার ৬০০ জনের একটি তালিকা জেলা প্রশাসনে জমা দিয়েছি।
শিরোনাম
- টাঙ্গাইলে ১৫শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- টাঙ্গাইলে এসইএফ-এর উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- নির্বাচনের প্রস্তুতি নিতে বলার পরই সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু : ফারুক
- আশ্রয়কেন্দ্রে হাসিনা বেগমের বোবাকান্না
- বিএনপি কোনো গুম-হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দেবে না : দুলু
- নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- ‘নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার’
- নোয়াখালীতে ধীরগতিতে নামছে পানি, কয়েকটি গ্রামে বেড়েছে পানি
- লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি
- চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ফাহিমকে বহিষ্কার, আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান
- সম্পূর্ণ সত্য বললে চৌধুরী মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনাল
- কিউবার প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
- ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
- মিটফোর্ডের ঘটনায় কিছু দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল: মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় প্রকাশ্যে ধর্ষকের ফাঁসি কার্যকর