বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রকোপের এই সময়ে কর্মহীন হয়ে পড়েছে দেশের অসংখ্য কর্মক্ষম মানুষ। এ সব মানুষকে আগামী ঈদে সহায়তা করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চট্টগ্রামের ১ লাখ ৮০ হাজার পরিবার ২ হাজার ৫০০ টাকা করে পাবে ৪৫ কোটি টাকা। ইতিমধ্যে এসব উপকারভোগীর নাম ও মোবাইল নম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনলাইনে আপলোড করা হয়েছে। ‘করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অর্থ প্রদান’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার এ কর্মসূচি উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাহী অফিসারদের সাহায্যে একটি তালিকা প্রণয়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইলে ম্যাসেজ আসে। এ সময় উপস্থিত ব্যাংকিং এজেন্টের কাছ থেকে ক্যাশ করে উপকারভোগীদের হাতে টাকা তুলে দেওয়া হয়। নগদ, বিকাশ, রকেট ও ইজি’র মাধ্যমে এসব টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিতরণ শুরু হওয়া টাকা ঈদের আগেই উপকারভোগীদের মোবাইলে চলে যাবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘করোনায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় ও কর্মহীন একজন মানুষকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। প্রথম দফায় চট্টগ্রামের ১ লাখ ৮০ হাজার পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে ৪৫ কোটি টাকা দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও বাড়তে পারে।’ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘পৌরসভা এলাকার ১ হাজার ৪২৭ জন এবং ১৭ ইউনিয়নের ৯ হাজার ৬০০ জনের একটি তালিকা জেলা প্রশাসনে জমা দিয়েছি।
শিরোনাম
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
- স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
- বগুড়ায় খোকন হত্যায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
- জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য: হাফিজ
- ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঘোষণা
- নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা : সালাহউদ্দিন
- রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- গাইবান্ধায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- বাগেরহাটে গাছচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
- বিএনপি ক্ষমতায় আসলে নারীর ক্ষমতায়ন হবে: আনিসুল হক
- কেনিয়ায় ভূমিধস, প্রাণ হারাল ১৩ জন
- কুড়িগ্রামে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ভূরুঙ্গামারী থানা পরিদর্শন
- ঢাকায় ঝুম বৃষ্টি
- প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
- পকেটমার-চুরির অভ্যাস কোনভাবেই ছাড়তে পারলেন না এই অভিনেত্রী!
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
চট্টগ্রামে ১ লাখ ৮০ হাজার পরিবার পাবে ৪৫ কোটি টাকা
করোনায় মোবাইল ব্যাংকিং পরিষেবা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর