বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রকোপের এই সময়ে কর্মহীন হয়ে পড়েছে দেশের অসংখ্য কর্মক্ষম মানুষ। এ সব মানুষকে আগামী ঈদে সহায়তা করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চট্টগ্রামের ১ লাখ ৮০ হাজার পরিবার ২ হাজার ৫০০ টাকা করে পাবে ৪৫ কোটি টাকা। ইতিমধ্যে এসব উপকারভোগীর নাম ও মোবাইল নম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনলাইনে আপলোড করা হয়েছে। ‘করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অর্থ প্রদান’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার এ কর্মসূচি উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাহী অফিসারদের সাহায্যে একটি তালিকা প্রণয়ন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইলে ম্যাসেজ আসে। এ সময় উপস্থিত ব্যাংকিং এজেন্টের কাছ থেকে ক্যাশ করে উপকারভোগীদের হাতে টাকা তুলে দেওয়া হয়। নগদ, বিকাশ, রকেট ও ইজি’র মাধ্যমে এসব টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিতরণ শুরু হওয়া টাকা ঈদের আগেই উপকারভোগীদের মোবাইলে চলে যাবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘করোনায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় ও কর্মহীন একজন মানুষকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। প্রথম দফায় চট্টগ্রামের ১ লাখ ৮০ হাজার পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে ৪৫ কোটি টাকা দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও বাড়তে পারে।’ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘পৌরসভা এলাকার ১ হাজার ৪২৭ জন এবং ১৭ ইউনিয়নের ৯ হাজার ৬০০ জনের একটি তালিকা জেলা প্রশাসনে জমা দিয়েছি।
শিরোনাম
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
চট্টগ্রামে ১ লাখ ৮০ হাজার পরিবার পাবে ৪৫ কোটি টাকা
করোনায় মোবাইল ব্যাংকিং পরিষেবা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর