শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা
লকডাউন

খুলনায় কড়াকড়ি আরোপ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় কড়াকড়ি আরোপ

খুলনায় করোনা সংক্রমণ প্রতিরোধে নগরীর ১৭, ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসার আইচগাতি এলাকায় রেড জোন ঘোষণা করা হয়েছে। গতকাল মধ্য রাত থেকে রেড জোনে শুরু হওয়া বিধিনিষেধ চলবে ১৬ জুলাই পর্যন্ত।  এদিকে রেড জোন এলাকায় চলাচল বন্ধ করতে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে পুলিশ। এরই মধ্যে রেড জোন এলাকার প্রবেশ পথগুলোতে বাঁশের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এখানে লাল পতাকা টানিয়ে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। লকডাউন ভেঙে যাতে কেউ বাইরে বের না হতে পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ।জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, রেড জোনে বসবাসকারী চাকরিজীবীরা বাসায় থেকে অফিসের কাজ করবেন। জরুরি প্রয়োজনে (যেমন- ওষুধ ক্রয়) অনুমতি সাপেক্ষে বাসা থেকে বের হওয়া যাবে। রিকশা, ভ্যান, সিএনজি, ট্যাক্সি, মোটরসাইকেল, নিজস্ব গাড়িসহ কোনো যানবাহন চলবে না। রেড জোনে অন্য এলাকা হতে কেউ প্রবেশ করতে পারবে না। মুদি দোকান, ওষুধের দোকান খোলা থাকবে। রেস্টুরেন্ট ও খাবার দোকানের হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে। সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাঁধে শ্যাম সরকার জানান, রেড জোনে প্রবেশ কিংবা বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

 বিধিনিষেধ পালনের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। তাদের কাছে আলাদা পরিচয়পত্র দেওয়া হবে। প্রয়োজন অনুসারে দোকানপাট, সবজি ও মাছ বিক্রির ভ্যান চালু থাকবে। তবে অকারণে বাইরে বের হওয়া চলবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর