শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা
লকডাউন

রেড জোনে রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রেড জোনে রাজশাহী

করোনাভাইরাস সংক্রমিত হওয়ার রেড জোনে ঢুকে পড়েছে রাজশাহী সিটি করপোরেশন এলাকা। ফলে নগরীর বিভিন্ন এলাকা আলাদা আলাদাভাবে লকডাউনের কথা ভাবছে রাজশাহী স্বাস্থ্য বিভাগ। গত মঙ্গলবার পর্যন্ত রাজশাহী নগরীতে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়। বুধবার নতুন করে শনাক্ত হয় আরও ২৭ জনের। ফলে এ নিয়ে নগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৬২ জনে। সে হিসাবে রাজশাহী নগরী এখন রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক। তিনি বলেন, রাজশাহী নগরী এখন রেড জোনে পড়ছে। রেড জোনের যে থিওরি ছিল (এক লাখে ৩০ জন আক্রান্ত) সেটি পরিবর্তন হয়েছে। সে হিসাবে দেশের প্রায় সব সিটি করপোরেশন এলাকা রেড জোন এলাকায় পড়ছে। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় আরও অনেক কিছু আছে। সেই হিসাবে রাজশাহী নগরী এখন থিওরিটিক্যালি রেড জোনে। সিভিল সার্জন বলেন, রেড জোন ঘোষণার শর্ত এক, আবার লকডাউন ঘোষণার শর্ত আরেক। লকডাউন ঘোষণা করতে হলে বিবেচনা করতে হবে রোগীরা কোথায় আছেন, কোন পাড়া-মহল্লায় কতজন রোগী- এ রকম নানা বিষয় বিবেচনা করতে হয়। দেখা যাচ্ছে, কোন উপজেলায় ১৫ জন রোগী।

কিন্তু তিনটি বাড়িতেই ১২ জন। তাহলে তিনটি বাড়ির জন্য গোটা এলাকা বা উপজেলা লকডাউনের প্রয়োজন হবে না। কারণ, ওই তিনটি বাড়িই তো লকডাউন আছে। তিনি আরও বলেন, রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়ন করতে হলে পুরো সিটি করপোরেশন এলাকায় করতে হবে। সেটি করা সম্ভব না। এজন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কোথায় কোথায় করোনা আক্রান্ত শনাক্ত রোগী আছে সেটি খুঁজে বের করে তাদের একটি অংশ বা বাড়ি অথবা ১০টি পরিবার লকডাউন করলে বাকিরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এর মাধ্যমে সংক্রমণটিও আটকানো যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর