শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

পাটকলে উৎপাদন চালু রাখার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে উৎপাদন চালু রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা। গতকাল সকালে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে একই সঙ্গে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, স্টার, দৌলতপুর, আলিম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেআই জুট মিল গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, করোনা পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ রাখতে ২৭ জুন ঢাকায় বৈঠক আহ্বান করেছে বিজেএমসি। ওই বৈঠকে যোগদানের চিঠি খুলনার মিলগুলোতে পৌঁছালে আন্দোলনে নামে শ্রমিকরা।

বিক্ষোভ সমাবেশে তারা বকেয়া মজুরি পরিশোধসহ মিলের উৎপাদন চালু রাখার দাবি জানান। বক্তৃতা করেন শ্রমিক নেতা শাহানা শারমিন, হুমায়ুন কবির, মুরাদ হোসেন, সোহরাব হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ।

এর আগে সরকারের সাধারণ ছুটির মধ্যে ২৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে উৎপাদন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। খাদ্য অধিদফতর ও কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চাহিদা মতো চটের বস্তা তৈরির জন্য পাটকলে উৎপাদন শুরু হয়।

সর্বশেষ খবর