চট্টগ্রামে অন্ধকার জগতে ভয়ঙ্কর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত সোর্সরা। মাদক ব্যবসা, ছিনতাই ও পকেটমার চক্রের নিয়ন্ত্রণসহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চাহিদা মতো চাঁদা না দিলে ‘ফিটিং’ মামলায় ফাঁসিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সোর্সদের নিয়ন্ত্রণের কথা বারবার বলা হলেও এসব নির্দেশনাকে কেয়ার করে অপরাধ জগতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তারা। সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘কিছু সোর্সের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠার পর তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয়েছে। আগামীতে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক উপকমিশনার বলেন, অপরাধী শনাক্ত, মামলার তদন্ত এবং অপরাধ আখড়ার সন্ধান দেওয়ার কথা বলে কথিত সোর্সরা পুলিশ সদস্যদের সঙ্গে সখ্য গড়ে। এক সময় দেখা যায় তারা এ সম্পর্ক ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে। অনেক সোর্স আবার অপরাধ আখড়ার নিয়ন্ত্রকও হয়ে ওঠে। এসব সোর্সের কারণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিব্রতও হতে হয়। সম্প্রতি সোর্স সৃষ্টি কয়েকটি কাজের কারণে পুরো সিএমপির ভাবমূর্তি সংকটে পড়েছে। আবার সোর্সের ভুল তথ্যের কারণে অনেক পুলিশ সদস্যকে মামলারও আসামি হতে হয়েছে। জানা যায়, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় অপরাধী শনাক্ত এবং অপরাধ আখড়ার বিষয়ে তথ্য পেতে কথিত সোর্স নিয়োগ করলেও পরবর্তী এসব সোর্সরাই হয়ে উঠেছে অপরাধের নিয়ন্ত্রণ। মাদক ও অনৈতিক কর্মকা-ের আস্তানা পরিচালনা, ডাকাতি, ছিনতাই, পকেটমার, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে আঁতাতসহ নানান অভিযোগ রয়েছে এসব সোর্সদের বিরুদ্ধে। বিভিন্ন চোরাই সিন্ডিকেটের সঙ্গে আঁতাত, মাদক পরিবহন, চাহিদা মতো চাঁদা না দিলে হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে কিছু কিছু সোর্সের বিরুদ্ধে। কিছু সোর্সের বিরুদ্ধে খুন ও ধর্ষণের অভিযোগও রয়েছে।
শিরোনাম
- ভারতের সাথে সংঘর্ষে ১১ সেনাসহ ৫১ জন নিহত : পাকিস্তান সেনাবাহিনী
- মাদারীপুরে হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
- ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে না রোহিত-কোহলিকে, গাভাস্কারের ভবিষ্যদ্বাণী
- ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৪৭ জন
- রাজনৈতিক দলের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের মতবিনিময় সভা
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৪০
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বৃন্দাবনে কোহলি
- পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
- প্রথম সরকারি সফরে সৌদিতে ট্রাম্প, স্বাগত জানালেন সালমান
- চার দিনের রিমান্ডে মমতাজ
- স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দম্পতিকে কুপিয়ে মালামাল লুট
- আইপিএল ফেরার দিনই শুরু হচ্ছে পিএসএল
- ‘আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি’
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- আজও পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিল
- ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না : অর্থ উপদেষ্টা
- নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান
- খায়রুল কবির খোকনকে নরসিংদী বিএনপির সভাপতি করায় আনন্দ মিছিল
- কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
অপরাধ নিয়ন্ত্রণে কথিত সোর্স
রয়েছে মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অভিযোগ
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর