বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

রংপুরে সার নিয়ে চলছে চালবাজি

বস্তা প্রতি বেড়েছে দাম ১৫০ থেকে ২০০ টাকা

নজরুল মৃধা, রংপুর

রংপুরে সার নিয়ে এক শ্রেণির ব্যবসায়ীরা শুরু করেছে চালবাজি। টিএসপি, ডিএপি ও পটাশ সার বস্তায় (৫০ কেজি) বেড়েছে দেড় থেকে দুইশ টাকা। ফলে কৃষকদের আলু, গমসহ অন্যান্য ফসলের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এ নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। কৃষি বিভাগ বলছে সারের মূল্য বৃদ্ধি কঠোরভাবে মনিটরিং করা হবে। বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ টিএসপি, ডিএপি ও পটাশ সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আলু, গমসহ অন্যান্য ফসল আবাদকারী কৃষক। বাজারে সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকার টিএসপির বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়। ডিএপিও ৮০০ টাকা থেকে  ৯৫০ টাকা, পটাশ ৭০০ টাকা থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ বলছে মূল্য বৃদ্ধির বিষয়টি তাদের জানা নেই, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে বিএডিসি সরকারি বরাদ্দের সার এই অঞ্চলের আট শতাধিক ডিলারের মাঝে বিতরণ করা হয়ে গেছে। ডিলাররাও কৃষকদের সার সরবরাহ করেছে।

তবে কৃষকদের দাবি এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পিক আওয়ারে সারের দাম বাড়িয়ে কৃষকদের বিপাকে ফেলেছেন। রংপুর বিএডিসির (সার) যুগ্ম পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, দাম বেশি নেওয়ার সুয়োগ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর