রাজনীতিক, উপদেষ্টা ও আমলাদের নাম ব্যবহার করে এক যুগ ধরে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মাগুরার শাওন আহমেদ প্রিন্স। নিয়োগ, পদায়ন, পদোন্নতি কিংবা বদলি সবই সম্ভব বলে আশ্বাস দিতেন তিনি। বিনা সুদে প্রণোদনা প্যাকেজের ঋণ, বিবদমান জায়গা-জমির জটিলতা নিষ্পত্তি, পাওনা টাকা আদায় এমনকি আসামি ছাড়ানো- কী সম্ভব নয়? শুধু গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এভাবে দিনের পর দিন প্রতারণা করে আসছিলেন প্রিন্স। তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এমন কোনো প্রতারণা নেই যা তিনি করেননি। ব্ল্যাকমেইল করে কাউকে নাস্তানাবুদ করতেও ছাড়েননি। বছর দশেক আগে দুজনকে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণায় প্রথম হাতেখড়ি তার। জেলও খাটেন কয়েকদিন। জেল থেকে বের হয়ে ফের শুরু হয় তার নিত্যনতুন প্রতারণার ফাঁদ। এমনকি তিনি দ্বিতীয় বিয়েটিও করেন প্রতারণার ফাঁদ পেতে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও বদলির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করাই হয়ে ওঠে তার একমাত্র পেশা। সরকারি বিভিন্ন তহবিল থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। শুরু করেন জমির বিরোধ-নিষ্পত্তি, পাওনা টাকা আদায়ের নামে নতুন প্রতারণা। কখনো নিজেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী পরিচয় দিয়ে প্রিন্স প্রতারণা শুরু করেন। অভিযোগ পাওয়ার পরই অনুসন্ধানে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান গতকাল জানান, প্রতারণার কাজে তিনি কয়েকজন এমপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত কয়েকজন কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করতেন এবং বলতেন তাদের সঙ্গে তার সুসস্পর্ক। কাদের ব্যবহার করে তিনি প্রতারণা করতেন তারও তদন্ত করা হবে। প্রিন্সের তিনটা বিয়ে। এর মধ্যে দ্বিতীয় বিয়েটিও করেছেন প্রতারণা করে। নেত্রকোনার এক ব্যক্তিকে ১০ বছরের জন্য বালুমহাল পাইয়ে দেওয়ার কথা বলে তার অল্প বয়সী মেয়েকে বিয়ে করেন। তদন্ত-সংশ্লিষ্টদের ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, তাদের একজনের শ্যালক ও ছোট ভাইকে চাকরি দেওয়ার নাম করে ৭ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন। আবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটা ঋণ ছাড়া হয়েছে, সেটি পাইয়ে দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা