রাজনীতিক, উপদেষ্টা ও আমলাদের নাম ব্যবহার করে এক যুগ ধরে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মাগুরার শাওন আহমেদ প্রিন্স। নিয়োগ, পদায়ন, পদোন্নতি কিংবা বদলি সবই সম্ভব বলে আশ্বাস দিতেন তিনি। বিনা সুদে প্রণোদনা প্যাকেজের ঋণ, বিবদমান জায়গা-জমির জটিলতা নিষ্পত্তি, পাওনা টাকা আদায় এমনকি আসামি ছাড়ানো- কী সম্ভব নয়? শুধু গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এভাবে দিনের পর দিন প্রতারণা করে আসছিলেন প্রিন্স। তাকে গ্রেফতারের পর পুলিশ বলছে, এমন কোনো প্রতারণা নেই যা তিনি করেননি। ব্ল্যাকমেইল করে কাউকে নাস্তানাবুদ করতেও ছাড়েননি। বছর দশেক আগে দুজনকে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণায় প্রথম হাতেখড়ি তার। জেলও খাটেন কয়েকদিন। জেল থেকে বের হয়ে ফের শুরু হয় তার নিত্যনতুন প্রতারণার ফাঁদ। এমনকি তিনি দ্বিতীয় বিয়েটিও করেন প্রতারণার ফাঁদ পেতে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও বদলির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করাই হয়ে ওঠে তার একমাত্র পেশা। সরকারি বিভিন্ন তহবিল থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। শুরু করেন জমির বিরোধ-নিষ্পত্তি, পাওনা টাকা আদায়ের নামে নতুন প্রতারণা। কখনো নিজেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী পরিচয় দিয়ে প্রিন্স প্রতারণা শুরু করেন। অভিযোগ পাওয়ার পরই অনুসন্ধানে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান গতকাল জানান, প্রতারণার কাজে তিনি কয়েকজন এমপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত কয়েকজন কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করতেন এবং বলতেন তাদের সঙ্গে তার সুসস্পর্ক। কাদের ব্যবহার করে তিনি প্রতারণা করতেন তারও তদন্ত করা হবে। প্রিন্সের তিনটা বিয়ে। এর মধ্যে দ্বিতীয় বিয়েটিও করেছেন প্রতারণা করে। নেত্রকোনার এক ব্যক্তিকে ১০ বছরের জন্য বালুমহাল পাইয়ে দেওয়ার কথা বলে তার অল্প বয়সী মেয়েকে বিয়ে করেন। তদন্ত-সংশ্লিষ্টদের ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, তাদের একজনের শ্যালক ও ছোট ভাইকে চাকরি দেওয়ার নাম করে ৭ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন। আবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে একটা ঋণ ছাড়া হয়েছে, সেটি পাইয়ে দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়েছেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
এক যুগের প্রতারণায় তিনি এখন কোটিপতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর