বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মাঠ চষে বেড়াচ্ছেন ৫৭ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

মাঠ চষে বেড়াচ্ছেন ৫৭ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৪১টি ওয়ার্ডে ১৭২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন কাউন্সিলর প্রার্থীও সমানে প্রচারণা চালাচ্ছেন। নগরের ৪১টি ওয়ার্ডে শীত ও করোনাকে উপেক্ষা করে তারা এখন নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন।   জানা যায়, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চসিক নির্বাচন। এবার চসিকের ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন কাউন্সিলর পদে নির্বাচন করছেন। এর মধ্যে  সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে চারজন, ২ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ৪ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৫ নম্বর ওয়ার্ডে চারজন, ৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৭ নম্বর ওয়ার্ডে চারজন, ৮ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৯ নম্বর ওয়ার্ডে চারজন, ১০ নম্বর ওয়ার্ডে চারজন, ১১ নম্বর ওয়ার্ডে চারজন, ১২ নম্বর ওয়ার্ডে দুজন, ১৩ নম্বর ওয়ার্ডে তিনজন এবং ১৪ নম্বর ওয়ার্ডে দুজন। নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত আসনের ৫৭ জন প্রার্থী শীত ও করোনা উপেক্ষা করে দিন-রাত সমানে প্রচারণা চালাচ্ছেন। এ সময় প্রার্থীর সঙ্গে কর্মী-সমর্থক ও ভোটারদের উপস্থিতিও লক্ষণীয়। প্রচারণায় সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা প্রতিশ্রুতিও দিয়ে চলেছেন।  সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম মুন্নী বলেন, ‘অতীতে আমি নির্বাচিত হয়ে জনগণের পাশে ছিলাম। দিন-রাত সমানে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছিলাম। এবারের নির্বাচনেও আমি ভোটারের দোয়ায় জয়ী হব ইনশাআল্লাহ।’ সংরক্ষিত ১৬, ২০ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনজুমান আরা বেগম বলেন, ‘গত দীর্ঘ ১৫ বছর ধরে আমি কাউন্সিলরের দায়িত্ব পালন করে জনগণের সেবা করে আসছি। আশা করি এবারও জনগণ আমাকে তাদের পাশে রাখবেন।’  সংরক্ষিত ১২, ১৫ ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জেসমিনা খানম বলেন, ‘জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচন করছি।

আশা করি জনগণ আমাকে সেই সুযোগ দেবে।’ প্রসঙ্গত এবারের নির্বাচনে মেয়র পদে সাতজনসহ মোট ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। এবার ৪১টি ওয়ার্ডেই ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ৪১টি ওয়ার্ডে ভোট কেন্দ্র আছে ৭৩৫টি।

 মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার  ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর