মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এসএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষায় গত বছর (২০২০) কোনো শিক্ষার্থী পাস করতে না পারা স্কুলগুলোর তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয় শিক্ষা বোর্ডগুলোর কাছে। সার্বিক দিক পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানগুলোর এমপিও বাতিল হতে পারে বলে জানা গেছে। শূন্য পাস প্রতিষ্ঠানের নাম ঠিকানা, ইমেইল, মোবাইল নম্বরসহ, প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত কিনা ও এমপিওভুক্ত হলে কোডসহ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে। জানা গেছে, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এগুলোর মধ্যে ছয়টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি দাখিল মাদরাসা ও ৫০টি ভোকেশনাল স্কুল রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর