বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক কিছুটা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের দুটি শেয়ারবাজারেই সূচকের কিছুটা উন্নতি হয়েছে। আগের দিনের মতো গতকাল সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান ছিল- বেক্সিমকো লিমিটেড, রবি, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা, মীর আকতার, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক, স্কয়ার ফার্মা ও বিডি ফাইন্যান্স। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৯ পয়েন্টে উঠেছে।

ডিএসইতে ৭৮৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১০৩ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার। 

এ ছাড়া ডিএসইতে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টি কোম্পানির, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৯ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দও বেড়েছে ৭২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির কোম্পানির শেয়ার দর। সিএসইতে ৫৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর