রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আমেরিকায় থেকেও খুলনায় ভাঙচুরের মামলার আসামি!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার পাইকগাছা সোলাদানা ইউনিয়নে নির্বাচনী সহিংসতা, ভাঙচুরের মামলায় আমেরিকা প্রবাসী বিজন কুমার ম-লকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পরিবারের দাবি ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর থেকে বিজন কুমার ম-ল সপরিবারে আমেরিকায় অবস্থান করছেন। কিন্তু গত ২৮ মার্চ পাইকগাছা থানায় বিজন কুমার ম-লসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান গাজীর ভাই রবিউল ইসলাম। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বিজন কুমার ম-লের ভাই রঞ্জন কুমার। তিনি বলেন, বানোয়াট মিথ্যা মামলায় তার ভাইকে আসামি করে তাদের হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। জানা যায়, ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে ২৭ মার্চ দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে রবিউল ইসলাম বর্তমান চেয়ারম্যান এসএম এনামুল হকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা করেন। ওই মামলায় প্রবাসী বিজন কুমার ম-লকে ৬২নং এজাহারভুক্ত আসামি করা হয়।

সর্বশেষ খবর