শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদার করার দাবি

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং আরও জোরদারের দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের কৃত্রিম সংকটের কারণে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। এটা রমজানের শিক্ষা নয়। বাজার স্থিতিশীল রাখতে হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও ভাসমান মানুষকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছেন।  জেলাগুলোর জনসংখ্যা ও ত্রাণের চাহিদার ভিত্তিতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

এই অর্থ যেন ছয় নয় না হয়, প্রাপ্যরাই পান সে জন্য যথাযথ মনিটরিং করার ওপর গুরুত্ব দিতে বলেন। তিনি বলেন, করোনা সংকট মোকাবিলা করে দেশ ও মানুষকে বাঁচাতে প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে রাজনীতি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর