হালকা থেকে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। থার্মোমিটারের পারদ চড়তে চড়তে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের পর এটাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আট বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে হালকা তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, ৩০ এপ্রিলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ময়মনসিংহ, রংপুর, সিলেট কুমিল্লা অঞ্চল দিয়ে শুরু হয়ে বৃষ্টিপাত ঢাকা, খুলনা ও বরিশাল অঞ্চলে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, বৃষ্টিহীন বৈশাখে সবচেয়ে গরম দিন ছিল গতকাল। ২০১৪ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এই দিনে। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। একই বছর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রাও ৪০ ডিগ্রিতে উঠেছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
শিরোনাম
- নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
- ইবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪২০
- বরিশালে বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
- শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার গাছের চারা বিতরণ
- যুব হকির এশিয়া কাপে প্রথমবারেই ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা
- রুহুল কবীর রিজভীর কুড়িগ্রাম আগমন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা
- হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির
- কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধে কৃষ্ণচূড়া সহ ৬ হাজার গাছের চারা রোপণ
- জলবায়ু অর্থায়নে গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি পোর্টাল
- রাজধানীর চার হাসপাতালে র্যাবের অভিযান, ১৫ দালাল আটক
- চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানকে আটকে পুলিশে সোপর্দ
- ৪৯৭৮ হাজি ফেরত পাবেন ৮ কোটি ২৯ লাখ টাকা
- লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ