সিলেটে ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে তুঘলকি কান্ড ঘটেছে। আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে গর্ভে যমজ শিশুর কথা উল্লেখ করা হলেও সিজারের পর পাওয়া গেছে একটি শিশু। ভুল রিপোর্ট দিলেও এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরতরা ন্যূনতম দুঃখ প্রকাশও করেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর স্বজনরা। ভুল রিপোর্ট দিয়ে হয়রানির এমন অভিযোগ ওঠেছে নগরীর মধুশহীদস্থ পপুলার মেডিকেল সেন্টারের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে ডায়াগনস্টিক সেন্টার থেকে এই ভুল রিপোর্ট সরবরাহ করা হয়। সিলেট শহরতলির মোগলগাঁও ইউনিয়নের মীরেরগাঁওর নাজির উদ্দিন জানান, তার ভাবি ঝর্ণা বেগমের প্রসব বেদনা উঠলে গত সোমবার সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে পপুলার মেডিকেল সেন্টারে এনে আল্ট্রাসনোগ্রাম করা হয়। আল্ট্রাসনোগ্রামের পর কর্তব্যরত চিকিৎসক মৌখিকভাবে জানান ঝর্ণার গর্ভে যমজ শিশু রয়েছে। দুপুরে প্রদান করা রিপোর্টেও যমজ শিশুর কথা উল্লেখ করা হয়। গর্ভে যমজ শিশুর রিপোর্ট পেয়ে ঝর্ণা বেগমকে ওসমানী হাসপাতাল থেকে এনে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজারের মাধ্যমে ঝর্ণা বেগম একটি শিশুর জন্ম দেন। সিজারের পর চিকিৎসক জানান, গর্ভে একটিমাত্র শিশু ছিল। নাজির উদ্দিন জানান, এরপর তারা রিপোর্টটি নিয়ে পপুলার মেডিকেল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর পাননি। সিজারের কারণে তার ভাবি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন নাজির উদ্দিন। এ ব্যাপারে পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক চন্দন আচার্য্য জানান, আল্ট্রাসনোগ্রামের ভুল রিপোর্ট নিয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেননি। তবে সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি