সিলেটে ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে তুঘলকি কান্ড ঘটেছে। আল্ট্রাসনোগ্রামের রিপোর্টে গর্ভে যমজ শিশুর কথা উল্লেখ করা হলেও সিজারের পর পাওয়া গেছে একটি শিশু। ভুল রিপোর্ট দিলেও এ ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরতরা ন্যূনতম দুঃখ প্রকাশও করেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর স্বজনরা। ভুল রিপোর্ট দিয়ে হয়রানির এমন অভিযোগ ওঠেছে নগরীর মধুশহীদস্থ পপুলার মেডিকেল সেন্টারের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে ডায়াগনস্টিক সেন্টার থেকে এই ভুল রিপোর্ট সরবরাহ করা হয়। সিলেট শহরতলির মোগলগাঁও ইউনিয়নের মীরেরগাঁওর নাজির উদ্দিন জানান, তার ভাবি ঝর্ণা বেগমের প্রসব বেদনা উঠলে গত সোমবার সকালে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে পপুলার মেডিকেল সেন্টারে এনে আল্ট্রাসনোগ্রাম করা হয়। আল্ট্রাসনোগ্রামের পর কর্তব্যরত চিকিৎসক মৌখিকভাবে জানান ঝর্ণার গর্ভে যমজ শিশু রয়েছে। দুপুরে প্রদান করা রিপোর্টেও যমজ শিশুর কথা উল্লেখ করা হয়। গর্ভে যমজ শিশুর রিপোর্ট পেয়ে ঝর্ণা বেগমকে ওসমানী হাসপাতাল থেকে এনে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজারের মাধ্যমে ঝর্ণা বেগম একটি শিশুর জন্ম দেন। সিজারের পর চিকিৎসক জানান, গর্ভে একটিমাত্র শিশু ছিল। নাজির উদ্দিন জানান, এরপর তারা রিপোর্টটি নিয়ে পপুলার মেডিকেল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর পাননি। সিজারের কারণে তার ভাবি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন নাজির উদ্দিন। এ ব্যাপারে পপুলার মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক চন্দন আচার্য্য জানান, আল্ট্রাসনোগ্রামের ভুল রিপোর্ট নিয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেননি। তবে সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ, সিজারে মিলল ১ সন্তান
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর