সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

ভ্যাট গোয়েন্দার অভিযান বন্ধ রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

যতদিন পর্যন্ত সব প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন স্থাপন করা না হচ্ছে- ততদিন ভ্যাট গোয়েন্দার জরিপ সংক্রান্ত অভিযান বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩৫ হাজার কোটি টাকা ঋণ সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা সেল গঠনের দাবি জানান। গতকাল রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আলী, আবুল কাইয়ুম তালুকদার, কামরুল হাসান বাবু, রেজাউল ইসলাম মন্টু, যুগ্ম মহাসচিব হারুন আর রশিদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর