বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

জুয়েলারি খাতে ভ্যাট কমানোর প্রস্তাব বাজুসের

নিজস্ব প্রতিবেদক

জুয়েলারি শিল্প রক্ষায় কোনো দিকনির্দেশনা নেই উল্লেখ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বেশ কিছু প্রস্তাবনা বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেছে। বাজুস দাবি করেছে, বাজেটে দিকনির্দেশনা না থাকায় এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৩০ লাখ মানুষ এবং ২০ হাজার ব্যবসায়ী, ৪ কোটি গ্রাহকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ জন্য বাজেটে জুয়েলারি খাতে সর্বমোট ১ দশমিক ৫ শতাংশ ভ্যাট অথবা শুধু গয়নার মজুরির ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা। আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি ২ হাজার থেকে কমিয়ে ১ হাজার টাকা করা। এ ছাড়া কেনা গোল্ডবারের ওপর উপকরণ কর রেয়াত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ জন্য জুয়েলারি খাতে তারা ভ্যাট হ্রাসের প্রস্তাব করেন।

সর্বশেষ খবর