সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

ঘন ঘন ভূমিকম্পের কারণ উদঘাটনে সিলেট ঘুরে গেল জাতীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সম্প্রতি দফায় দফায় হওয়া ভূমিকম্পের কারণ উদঘাটনে সিলেট ঘুরে গেলেন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জাতীয় কমিটির সদস্যরা। গতকাল তারা গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাসক্ষেত্র, আবহাওয়া অফিস, কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন ও ভূমিকম্পে ফাটল ধরা স্কুলের একটি ভবনসহ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। বিশেষজ্ঞরা ভূমিকম্প প্রাকৃতিক এবং এর সঙ্গে তেল গ্যাস উত্তোলনে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই বলে অভিমত ব্যক্ত করেছেন। বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। ভূমিকম্পের পর ফেসবুকে অনেকেই অভিযোগ তুলেছিলেন, ভূ-তাত্ত্বিক জরিপের জন্য ভূগর্ভে শেভরন মাইন বিস্ফোরণ ঘটানোর কারণে এরকম কম্পন হয়েছে। যদিও বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করে শেভরন। সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে আসা পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল সকালে গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করে। এরপর তারা আবহাওয়া অফিসে এসে ভূমিকম্প সময়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেয় জাতীয় কমিটির এই বিশেষজ্ঞ দল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর