মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা
কুমিল্লা-৫ উপনির্বাচন

প্রার্থিতা প্রত্যাহার করায় জাপা নেতা জসিমকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

শেষ পর্যন্ত মাঠে থাকার প্রতিশ্রুতিতে মনোনয়ন পেয়ে পরে প্রার্থিতা প্রত্যাহার করায় কুমিল্লা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল পার্টির চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে বহিষ্কার করেন। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি। জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতিতে জসিম উদ্দিনকে মনোনয়ন দেয়। কিন্তু জসিম উদ্দিন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করেন। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ জুলাই কুমিল্লা-৫ আসনে ভোট হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের প্রার্থী না থাকায় সেখানে ভোট হচ্ছে না।

সর্বশেষ খবর