রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে ২৭৮ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে নগরীর বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসরত ২৭৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান তাদের হাতে এ টাকা তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মাসুদ কামাল, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, জেলা নাজির মো. জামাল উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর