রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

টিকটকার ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফারজানা বেগম ছিনতাইকারীসহ এলাকায় নানাভাবে পরিচিত। তার বিরুদ্ধে ছিনতাইসহ আটটি মামলা রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন টিকটকার হিসেবেও বেশ পরিচিত তিনি। শুক্রবার রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ওসি মোহাম্মদ মহসীন।

ওসি বলেন, ফারজানা টিকটক ও লাইকি করেন। কিন্তু একজন চিহ্নিত ছিনতাইকারী। কিশোরদের নিয়ে তার নিজস্ব একটি ছিনতাইকারী দলও আছে। ফারজানা একা চলাচলরত কোনো ছেলেকে প্রথমে টার্গেট করেন। এরপর ঠিকানা জিজ্ঞাসা করার নামে তাকে থামান। এ সময় টাকা ও মোবাইল চাওয়া হয়। দিতে না চাইলে ইভ টিজিং ও যৌন হেনস্তার অভিযোগ আনার হুমকি দেন। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ছেলেরা। এ ছাড়া তিনি মেয়েদেরও নানা কৌশলে থামান। তিনি বলেন, ফারজানার স্বামী রুবেল মাত্র দুই দিন আগে এলজি, ছোরাসহ গ্রেফতার হয়েছিলেন।

১১ মামলার আসামি রুবেলও ছিনতাইকারী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর