বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মাইগ্রেশনের দাবিতে রাজপথে নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

মাইগ্রেশনের দাবিসহ দুই দফা দাবি জানিয়েছেন রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মানববন্ধন করে এসব দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এসে নর্দান মেডিকেল বাংলাদেশ ডেন্টাল অ্যান্ড মেডিকেল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন হারায়। তবু প্রতিষ্ঠানটি ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করে। অথচ এখন কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোনো দায়িত্ব নিচ্ছে না। তাঁরা শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে- প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত দেশি-বিদেশি শিক্ষার্থীকে অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করা।

এ ছাড়া মেডিকেলে ভর্তির সময় যে কাগজপত্রগুলো কলেজে দেওয়া আছে, সেগুলো বিনা শর্তে তাঁদের হাতে তুলে দেওয়া।

নর্দান মেডিকেলের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাইরা জাহান বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখন শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নর্দান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়েছে। এখানে ৩২ নেপালি শিক্ষার্থীও আছেন। তাঁরাও বিপাকে পড়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, সাত মাস ধরে তাঁরা দাবি আদায়ে আন্দোলন করছেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল (বিএমডিসি) কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের মাইগ্রেশনের ব্যাপারে মৌখিক আশ্বাস পেলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর