বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আইডিবির ভাইস চেয়ারম্যান হওয়ার খবর ভুল

নিজস্ব প্রতিবেদক

আইডিবির ভাইস চেয়ারম্যান হওয়ার খবর ভুল

বাংলাদেশ আগামী এক বছরের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বোর্ড অব ডিরেক্টর্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এমন খবর সঠিক নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ‘এটা ঠিক নয়, সেখানে আমার অবস্থান কী তা দেশে গেলে জানাতে পারব। আমার জানা মতে আইডিবিতে এ ধরনের পজিশনের ব্যবস্থা নেই।

তাদের অর্গানোগ্রাম যা আছে তাতে এমন কোনো পদবি নেই। সুতরাং এটা কে বা কারা বলেছে জানি না।’

তিনি বলেন, ‘তবে সেখানে আমারও ভূমিকা আছে, এবারও ছিল। এবার আমার যাওয়ার কথা ছিল। কিন্তু আমার অনুপস্থিতিতে আমাদের ইআরডির সচিব ছিলেন। সুতরাং আগামীতেও মিটিংয়ে আমার অবস্থান থাকবে, সেটা ঠিক আছে। তবে নাম বা পদবির পরিবর্তন সেখানে হতে পারে না।’

এর আগে ৪ সেপ্টেম্বর গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী এক বছরের জন্য আইডিবির বোর্ড অব ডিরেক্টর্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। পদাধিকারবলে এ দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উল্লেখ্য, অর্থমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর