রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টেকসই উন্নয়নে মনোনিবেশ করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়নে মনোনিবেশ করেছে বাংলাদেশ

ইতালির রোমে চলমান আন্তর্জাতিক সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কভিড-১৯ উত্তরণে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত, জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নমূলক পদক্ষেপের দিকে মনোনিবেশ করেছে। তিনি বলেন, পুনরুদ্ধারের কৌশল হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক সবুজ প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়েছে। ‘ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন’ এবং ইতালির সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রি-কপ ২৬ পার্লামেন্টারি মিটিং’ এ গতকাল ‘গ্রিন এপ্রোচেস টু কভিড-১৯ রিকভারি’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ব্রিটিশ হাউস অব লর্ডসের স্পিকার জন ফ্রান্সিস ম্যাকফেল। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। ইতালিয়ান সিনেটের প্রেসিডেন্ট মারিয়া এলিসাবেতা কেসিলাতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইতালিয়ান চেম্বার অফ ডেপুটিজ-এর প্রেসিডেন্ট রবার্তো ফিকো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক মারিয়া নেইরা, ইন্টারন্যাশনাল সোলার এলাইনসের অজয় মাথুর, ইউনাইটেড ন্যাশন এনভায়রমেন্ট প্রোগ্রাম অফিস ফর ইউরোপের পরিচালক ব্রুনো পজি। সভায় বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দীপংকর তালুকদার এমপি ও জাফর আলম এমপিসহ বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর