কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম আব্দুস সালাম (৪৮)। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মোওলা বক্সের ছেলে।
রবিবার ভোররাতে মোহাম্মদপুর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান চালায়। পরে দুপুরে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আব্দুস সালামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫ কেজি৭ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা।
এ বিষয়ে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র ও মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
বিডি প্রতিদিন/এএম