শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

যুক্তরাজ্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যুক্তরাজ্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ চট্টগ্রামে

যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গতকাল চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে -বাংলাদেশ প্রতিদিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে গতকাল চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজারসহ নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু বকর স্বাগত জানায়। ৩২ জন কর্মকর্তা, ১৮৭ জন নাবিক ও ৩ জন বেসামরিক সদস্যসহ ‘এইচএমএস কেন্ট’র অধিনায়ক হিসেবে আছেন কমান্ডার এম জে (ম্যাট) সিকেস আরএন। জাহাজটি আগামী ১৮ অক্টোবর ফিরে যাবে। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর