শিরোনাম
সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বনানীতে ভাড়া না দিয়ে বাড়িতে অবৈধ অবস্থান

নিজস্ব প্রতিবেদক

ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ি ভাড়া নিয়ে ভাড়া না দিয়ে অবৈধভাবে অবস্থান করার অভিযোগ করেছেন রাজধানীর বনানীর এক বাড়ির মালিক। গত মাসে ওই ভাড়াটিয়ার সঙ্গে বাড়ির মালিকের চুক্তিপত্র শেষ হয়েছে। ভাড়াটিয়া চুক্তি নবায়ন করেননি এবং বাড়ির মালিকের প্রাপ্য ভাড়াও পরিশোধ করেননি। অথচ অবৈধভাবে দখল করে রেখেছেন বাড়িটি। মালিকদের পক্ষে অভিযোগ করে বলা হয়, বনানীর ই-ব্লকের ১০ নম্বর সড়কে অবস্থিত ২৩ নম্বরের আটতলা বাড়িটি ১০ বছর আগে জনৈক জাহিদুর রহমান ভাড়া নিয়ে আবাসিক হোটেল করেন। ওই হোটেলের নাম ইনোটেল। বাড়িটি আবাসিক হলেও অবৈধবভাবে হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ভাড়াটিয়া জাহিদুর রহমান গত দুই বছর ধরে বাড়ির কোনো ভাড়া পরিশোধ করছেন না। তাছাড়া গত জুন মাসে ভাড়াটিয়ার সঙ্গে চুক্তিপত্রের মেয়াদও শেষ হয়েছে। এরপর নতুন করে কোনো চুক্তি হয়নি। এ অবস্থায় ভাড়াটিয়া ঢাকার জেলা জজ আদালতে গিয়ে ‘ভাড়াটিয়া’ হিসেবে থাকার নির্দেশনা চান। আদালত তার আবেদন খারিজ করে দিলে তিনি উচ্চ আদালতে যান। তার আবেদনের যৌক্তিক কারণ না থাকায় উচ্চ আদালতও তার আবেদন খারিজ করে দেয়। তাকে ভাড়া পরিশোধ ও বাড়ি ছাড়ার জন্য কয়েক দফায় নোটিস দেওয়া হয়েছে। কিন্তু তিনি বাড়িটি ছাড়ছেন না। এতে বাড়ির মালিক আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ইনোটেল হোটেলের মালিক ও বাড়িটির ভাড়াটিয়া জাহিদুর রহমানকে কয়েক দফায় ফোন করলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর