বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সিনহা হত্যা মামলায় ১৪ জনের সাক্ষ্য

কক্সবাজার প্রতিনিধি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ঠ দফায় আরও ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে আনা হয়। পরে মেজর (অব.) সিনহার লাশ থেকে বের করা গুলি ও জব্দ বিভিন্ন মালামালের রাসায়নিক পরীক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলম জানান, মেজর (অব.) সিনহা হত্যা মামলার ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তারা হলেন গ্রামীণফোনের আহসানুল হক, রবির সৈকত আহমেদ শিপলু, সিআইডির মিজানুর রহমান, পিংকু পোদ্দার, শওকত হোসেন, এসআই বাবুল মিয়া, রাসেদুল হাসান, মো. হাসেম, এপিবিএন পুলিশের এসআই মুছা, আবদুল জলিল, আবদুল্লাহ আল হাসান, এএসআই মামুন মিয়া, এসআই নাজমুল হাসান ও সুমন কান্তি।

সর্বশেষ খবর