মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। সেই সঙ্গে কমেছে প্রধান মূল্যসূচক। লেনদেন হয়েছে ১ হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ টাকা। যা গত ১৯ জুলাইর পর অর্থাৎ প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। সেদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে।  দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

 দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১৩৩টির দাম বেড়েছে ও কমেছে ২০৫টি ও ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১২৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ পয়সা বেড়ে দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১৬৩ টাকা ২০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৫৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর