সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শৈত্যপ্রবাহ শুরু হলে রংপুরে অগ্নিদগ্ধের ঘটনা ও মৃত্যু বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আগুনের উত্তাপ নিতে গিয়ে এ পর্যন্ত দগ্ধ হয়ে সাতজন শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এখনো কোনো রোগী মৃত্যুবরণ না করলেও চিকিৎসকদের শঙ্কা শৈত্যপ্রবাহ শুরু হলে অগ্নিদগ্ধের সংখ্যা ও মৃত্যু বাড়বে। রংপুর বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এই অঞ্চলের বিভিন্ন এলাকার সাত শিশু। বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন  রয়েছেন ১২ জন রোগী। এর মধ্যে সাত শিশু শীত থেকে বাঁচতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের শরীরের ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে  গেছে। এদের সবার বয়স ১৬ বছরের নিচে। হাসপাতাল সূত্র জানায়, গত বছর শীত মৌসুমে আগুনের উত্তাপ নিতে গিয়ে ১৭ জন মারা গেছে। সচেতন না হলে এবার গতবারের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে। রমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আবদুল হামিদ পলাশ জানান, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাতজনই শিশু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর