শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বগুড়ায় ৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

৩১ ডিসেম্বর বগুড়ায় মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পাবে। পর্যায়ক্রমে সারা দেশের সিনেমা হল বা সিনেপ্লেক্সে প্রদর্শন করা হবে। ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি উপলক্ষে গতকাল বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন চলচ্চিত্রের পরিচালক এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম। সভায় জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী আর এম ইউনুস রুবেল, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা কৃষকলীগ সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পরিচালক নজরুল ইসলাম জানান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অংশ তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রাজনৈতিক নেতা থেকে নানান সংগ্রাম আর চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার সময়গুলো চিত্রায়ণ করার চেষ্টা করা হয়েছে ‘চিরঞ্জীব মুজিবে’। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন নেছা রেণুর চরিত্র রূপায়ণ করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান। আপাতত বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশের সিনেমা হলে প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর