শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
উপকূলে বসুন্ধরার শীতবস্ত্র বিতরণ

আপনারা কম্বল নিয়ে এতদূর আসবেন, স্বপ্নেও ভাবিনি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আপনারা কম্বল নিয়ে এতদূর আসবেন, স্বপ্নেও ভাবিনি

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খুলনার উপকূলীয় কয়রার ছয় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল কয়রার উত্তর বেদকাশীর গাতিরঘেরি ও দক্ষিণ বেদকাশী হরিহরপুর, আংটিহারার দুর্গম এলাকার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বসুন্ধরার কম্বল পেয়ে আবেগাপ্লুত হন শীতার্ত হতদরিদ্ররা। জানা যায়, খুলনা বিভাগের ১০টি জেলায় ১৮ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণে উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে প্রকৃত শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, নদী ভাঙনের সঙ্গে লড়াই করা অসহায় মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছিলেন। দুর্গম এলাকা হওয়ায় তাদের কাছে সরকারি-বেসরকারি সহযোগিতা পৌঁছে না। তাই বসুন্ধরার কম্বল হাতে পেয়ে তাদের চোখেমুখে ছিল একই সঙ্গে বিস্ময় ও কৃতজ্ঞতাবোধ। অনেকে বলেন, দুর্যোগের মধ্যে কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। শীতের রাতে নিশ্চিন্তে ঘুমানো যাবে। তবে আপনারা কম্বল নিয়ে এতদূর আসবেন, সেটা স্বপ্নেও ভাবিনি। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়ল, প্যানেল চেয়ারম্যান আবদুস সালাম খান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর