রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আজ বছরের প্রথম সংসদ অধিবেশন

ভাষণ দেবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৪টায়। সংবিধানের বিধি মোতাবেক এই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সংসদে ভাষণের সংক্ষিপ্ত সার পাঠ করবেন। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করা হবে। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে এবং পুরো অধিবেশনজুড়ে প্রস্তাবের ওপর আলোচনা চলবে। চলতি অধিবেশন দীর্ঘায়িত হবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এ অধিবেশনের বৈঠক চলতে পারে। একাদশ সংসদের ষোড়শতম এই অধিবেশনও চলবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক এমপি নিয়ে। কভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ সনদ পাওয়া এমপি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তালিকা অনুযায়ী সংসদ কক্ষে প্রবেশের অনুমোদন পাবেন। সংসদের চিফ হুইপ সরকার ও বিরোধীদলীয় হুইপদের সঙ্গে নিয়ে তালিকা তৈরিও করেছেন। এ ছাড়া করোনাকালে এবারই প্রথম কভিড-১৯ টেস্টে নেগেটিভ সাংবাদিকরা সংসদ থেকে সরাসরি রাষ্ট্রপতির ভাষণ কভার করার সুবিধা পাচ্ছেন। জানা যায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ ও সভাপতিমন্ডলীর মনোনয়ন শেষে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানাবেন। এর মধ্যে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সংসদ সচিবালয়ের বিশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদে রাষ্ট্রপতির চেম্বার, রাষ্ট্রপতির গ্যালারি, দক্ষিণ বা প্রেসিডেন্ট প্লাজা, প্রবেশপথ সজ্জিত করা হয়েছে। সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে, সংসদে উত্থাপনের জন্য নতুন চারটি খসড়া আইনের বিল আইন শাখায় জমা পড়েছে। সেগুলো হলো- বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল, বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, বাণিজ্য সংগঠন বিল এবং পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্টস বিল। এ ছাড়া সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন সাতটি বিল চলতি সংসদে পাস হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর