নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৪টায়। সংবিধানের বিধি মোতাবেক এই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সংসদে ভাষণের সংক্ষিপ্ত সার পাঠ করবেন। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করা হবে। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে এবং পুরো অধিবেশনজুড়ে প্রস্তাবের ওপর আলোচনা চলবে। চলতি অধিবেশন দীর্ঘায়িত হবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এ অধিবেশনের বৈঠক চলতে পারে। একাদশ সংসদের ষোড়শতম এই অধিবেশনও চলবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক এমপি নিয়ে। কভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ সনদ পাওয়া এমপি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তালিকা অনুযায়ী সংসদ কক্ষে প্রবেশের অনুমোদন পাবেন। সংসদের চিফ হুইপ সরকার ও বিরোধীদলীয় হুইপদের সঙ্গে নিয়ে তালিকা তৈরিও করেছেন। এ ছাড়া করোনাকালে এবারই প্রথম কভিড-১৯ টেস্টে নেগেটিভ সাংবাদিকরা সংসদ থেকে সরাসরি রাষ্ট্রপতির ভাষণ কভার করার সুবিধা পাচ্ছেন। জানা যায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ ও সভাপতিমন্ডলীর মনোনয়ন শেষে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানাবেন। এর মধ্যে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সংসদ সচিবালয়ের বিশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদে রাষ্ট্রপতির চেম্বার, রাষ্ট্রপতির গ্যালারি, দক্ষিণ বা প্রেসিডেন্ট প্লাজা, প্রবেশপথ সজ্জিত করা হয়েছে। সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে, সংসদে উত্থাপনের জন্য নতুন চারটি খসড়া আইনের বিল আইন শাখায় জমা পড়েছে। সেগুলো হলো- বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল, বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, বাণিজ্য সংগঠন বিল এবং পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্টস বিল। এ ছাড়া সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন সাতটি বিল চলতি সংসদে পাস হতে পারে।
শিরোনাম
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
আজ বছরের প্রথম সংসদ অধিবেশন
ভাষণ দেবেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর