শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঢাবিতে প্রদর্শিত হচ্ছে এমি কুস্তুরিকার চার চলচ্চিত্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রদর্শিত হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র বিজয়ী বিখ্যাত সার্বীয় চলচ্চিত্রকার এমি কুস্তুরিকার চারটি চলচ্চিত্র। ঢাবি চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম’-এমএফএমপির ১৩২তম আসরে এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে দর্শকরা বিনামূল্যেই এসব চলচ্চিত্র উপভোগ করতে পারবেন।

প্রদর্শনীর প্রথম দিন আজ বিকাল সাড়ে ৩টায় এ ‘ব্ল্যাক ক্যাট, হোয়াইট ক্যাট’ প্রদর্শনের মাধ্যমে আসর শুরু হবে। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘আন্ডারগ্রাউন্ড’ চলচ্চিত্রটি। পরদিন বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে তাঁর অন্যতম বিখ্যাত চলচ্চিত্র ‘অ্যারিজোনা ড্রিম’, এবং সন্ধ্যা ৬টায় ‘টাইম অব দ্য জিপসিস’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে এবারের আসরের পর্দা নামবে। প্রদর্শনীতে উপস্থিত সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারের অনুরোধ করেছেন আয়োজকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর