রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গার্মেন্টের কাঁচামালের সঙ্গে আসত গাঁজার চালান

নিজস্ব প্রতিবেদক

কাভার্ডভ্যানে গার্মেন্টের কাঁচামাল সরবরাহের আড়ালে হবিগঞ্জ থেকে সংগ্রহ করা হতো গাঁজার চালান। কাভার্ডভ্যানে বোঝাই করা ওই কাঁচামাল পৌঁছে দেওয়া হতো ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টে। পথে গাঁজার চালান তুলে দেওয়া হতো মাদক কারবারিদের হাতে। দীর্ঘদিন ধরে এভাবেই গাঁজার বড় বড় চালান হাতবদল করে আসছিল একটি চক্র। অবশেষে গাঁজার চালানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) হাতে ধরা পড়েছে চক্রের দুই সদস্য। তারা হলেন- মো. শাহিন মিয়া ও মো. তোফাজ্জল। গতকাল সকালে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সায়েম গার্মেন্টের কাভার্ডভ্যান ও ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা কাভার্ডভ্যানটির চালক ও হেলপার। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে। ডিএনসির উপ-পরিচালক (ঢাকা মেট্রো উত্তর) মো. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি চক্র দীর্ঘদিন ধরে সায়েম গার্মেন্টের কাঁচামাল সরবরাহের আড়ালে হবিগঞ্জ থেকে ঢাকায় নিয়মিত গাঁজা সরবরাহ করছে।

চক্রটি গাজীপুর এবং নারায়ণগঞ্জে গার্মেন্টে কাঁচামাল সরবরাহের আড়ালে একইভাবে গাঁজার একটি চালান নিয়ে ঢাকায় আসবে বলে জানতে পারি। গতকাল সকালে মেরাদিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে সায়েম গার্মেন্টের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-২৬৪১) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকের কেবিনের ভিতর থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। হবিগঞ্জ থেকে গাঁজা সংগ্রহের পর তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন। এ চক্রের সঙ্গে অন্য কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর