বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কভিড-১৯ এর টিকাদান কর্মসূচির টিকা সপ্তাহে (২২-২৮ জানুয়ারি) বাউবির শিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনার সময় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে ২৬ জানুয়ারি ৪৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে কভিড-১৯ এর ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সমাজ সেবা অধিদফতরের তত্ত্বাবধানে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিক্ষার্থী বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে এসে কভিড-১৯ এর টিকা নেওয়ার সুযোগ পাওয়ায় বাউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সমাজ সেবা অধিদফতরের বিশেষ চাহিদা সম্পন্ন আরও ১৫৬ শিক্ষার্থীসহ উক্ত ৪৪ শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের সময় বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাস ব্যবহারের সুযোগ দেওয়ায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় বাউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। গতকাল বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ জানায়, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কভিড-১৯ এর টিকা দেওয়ার লক্ষ্যে বিশেষ সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেয় সরকার।
এ লক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ১১ জানুয়ারি এই তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়।