রাজধানীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২৩৩ কেজি গাঁজা, বিপুলসংখ্যক ইয়াবা ট্যাবলেট জব্দ এবং ৯৭ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। র্যাব-৪-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, বৃহস্পতিবার দারুস সালাম এলাকা থেকে ৬৭ কেজি গাঁজা ও ২ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সাইদুর রহমান রাসেল, রবিউল ইসলাম ও সজীব হোসেন ওরফে রমজান আলী। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা এনে রাজধানীতে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৮ হাজার ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৫৬.৮ গ্রাম ওজনের ৪০৫ পুরিয়া হেরোইন, ১৬৬ কেজি ৫৪০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় ৫৭টি মামলা হয়েছে।