শিরোনাম
মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

চলতি সপ্তাহে আসছে নতুন কমিটি

চটগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

দীর্ঘ ২১ বছর ধরে হবে, হচ্ছের মধ্যেই রয়ে গেল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি। এর মধ্যে এ কমিটির ভার্চুয়ালি সম্মেলন হয়েছিল গত ১৯ জুন। এরপর থেকে নতুন কমিটি হচ্ছে, হবের মধ্যেই এখনো হয়নি নতুন কমিটির ঘোষণা। ইতোমধ্যে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। চলতি সপ্তাহে নতুন কমিটির (আংশিক) ঘোষণা আসতে পারে বলে নিশ্চিত করেছেন শীর্ষ নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর আবারও নতুন কমিটির ঘোষণার গুঞ্জনে চট্টগ্রামসহ নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ফিরে এসেছে।

 কবে, কখন ঘোষণা হচ্ছে সেই অপেক্ষায় ছিলেন তৃণমূলের নেতারা। সম্মেলনের প্রায় ৯ মাস পার হলেও এখনো পর্যন্ত নতুন কমিটি হয়নি নগর স্বেচ্ছাসেবক লীগের। অন্যদিকে সংগঠনের নতুন নেতৃত্ব, সাংগঠনিক তৎপরতা, যোগ্য এবং ত্যাগী নেতারাও রীতিমতো খেই হারিয়ে ফেলছেন। 

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন কমিটির ঘোষণা সহসাই হতে পারে। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছেন। এ সময় নতুন কমিটি গঠনসহ সাংগঠনিক বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মাত্র তিন মাসের জন্য গঠন করা আহ্বায়ক কমিটিতে ২০ বছর কেটে গেল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের। ২০ বছর পর ১৯ জুন অনলাইনে ভার্চুয়ালি সম্মেলন শেষ হওয়ার প্রায় ৯ মাসেও ঘোষিত হয়নি নতুন কমিটির নাম। তবে নতুন কমিটির নেতৃত্বে আসা অনেকেরই নামের গুঞ্জন চলছে। এদের মধ্যে আলোচনায় আছেন কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ, এমইএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজুল আবেদীন সায়েম, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ আচার্য্য, সুজিত দাশ, দেবাশীষ নাথ দেবু, আবু সাইয়েদ সুমন, ফয়সাল বাপ্পিসহ আরও অনেকে। এ ছাড়াও আহ্বায়ক কমিটির কয়েকজন নেতাও নতুন কমিটিতে পদ পেতে চালাচ্ছেন জোর লবিং-তদবির।

প্রসঙ্গত, ২০০১ সালে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দীনকে আহ্বায়ক এবং কেবিএম শাহজাহান ও সালাউদ্দিন আহমেদকে যুগ্ম-আহ্বায়ক করে ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় তিন মাসের জন্য।

সর্বশেষ খবর