বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ দাবিতে অবস্থান চলছে

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ আট দাবিতে গতকালও অবস্থান ধর্মঘট করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। সোমবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তারা। ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী প্রমুখ এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন। দেশের বিভিন্ন জেলা থেকে সহস্রাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বক্তারা বলেন, সিংহভাগ ইবতেদায়ি শিক্ষক সরকারের কাছ থেকে কোনো বেতন-ভাতা পান না। শিক্ষকদের দাবির মধ্যে আরও রয়েছে- প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, রেজিসেট্রশনপ্রাপ্ত কোডবিহীন প্রতিষ্ঠান মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা অন্যতম।

 ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর