বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে গণসংহতি আন্দোলন। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংহতি আন্দোলন জেলা কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০টায় নগরীর অশি^নী কুমার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন করে তারা। জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ ও শফিকুল ইসলাম শাকিলসহ অন্যরা।

সমাবেশ চলাকালে দাবির স্বপক্ষে নানা স্লোগান দেন তারা। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট ভাঙার দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর