সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাম জোটের অর্ধদিবস হরতাল আজ

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী অর্ধদিবস হরতাল আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল সফল করার আহ্বান জানিয়ে জোট নেতারা বলেছেন, মানুষের জীবন বাঁচাতে আজকের হরতাল। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে। এটা কোনো দলের নয়, সব মানুষের। তাই নিজে হরতাল পালন করুন। অন্যকে উৎসাহিত করুন। হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গতকাল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, চাল, ডাল, তেল, নুন, পিঁয়াজসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশাহারা। স্বল্প আয়ের নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবনে মূল্যবৃদ্ধির বোঝা চরম দুর্ভোগ নামিয়ে এনেছে। মুনাফাখোর বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে জিনিসপত্রের দামে আগুন।

একদিকে দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষের জীবন ওষ্ঠাগত, অপরদিকে একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর পাঁয়তারা করছে সরকার। জনগণের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়বে। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভেঙে দেওয়া, নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, স্বল্পমূল্যে সর্বজনীন পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, টিসিবির ট্রাকের সংখ্যা ও পণ্যের পরিমাণ বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস চালু করা, গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ, সরকারের দুর্নীতি-ভুলনীতি পরিহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহূত আজ অর্ধবেলা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই।

হরতাল সফল করতে গতকালও সিপিবি, বাসদসহ জোটের অন্য দলগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিলি করেছে।

বাস-মিনিবাস চালু রাখবে সড়ক পরিবহন মালিক সমিতি : বাম গণতান্ত্রিক জোটের ডাকা আজকের হরতালে ঢাকা শহর, শহরতলি এবং আন্তজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গত শনিবার গণমাধ্যমে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ খবর