সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

দরপতনে শেয়ারবাজারে কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

দরপতনে শেয়ারবাজারে কমেছে সূচক

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক কমেছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের দাম। তবে দুই বাজারেই বেড়েছে   লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৭৪১ পয়েন্টে নেমে গেছে। ডিএসইতে  লেনদেনে অংশ নেওয়া ১১৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ২১৯টির। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে  লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮২৯ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকা। ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক টাকা ৪০ পয়সা কমে ১৫৬ টাকা ২০ পয়সায় শেষ হয়েছে প্রতিষ্ঠানটির লেনদেন। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৬৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৯২ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৩ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ টাকা।

লেনদেনে অংশ নেওয়া ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দাম  বেড়েছে। দাম কমেছে ১৭৮টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর