রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি চলছে

সাংস্কৃতিক প্রতিবেদক

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি চলছে

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বরাবরের মতো রাজধানীর রমনার বটমূলে বর্ষবরণের আয়োজন করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ‘নবীন আশা জাগল যে রে আজ/নূতন রঙে রাঙা তোদের সাজ’ স্লোগানে রাগালাপের মধ্য দিয়ে পয়লা বৈশাখ সকাল ৬টায় রমনার বটমূলে শুরু হবে ছায়ানটের বাংলা নববর্ষ বরণের এবারের আয়োজন। এবারের প্রতিপাদ্য ‘নব আনন্দে জাগো’। রমজানের পবিত্রতা রক্ষায় ও স্বাস্থ্যবিধি বিবেচনায় রেখে এবারের আয়োজনে শিল্পীসংখ্যা কমিয়ে আনা হয়েছে। গতকাল বিকালে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ছায়ানট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন, নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি আতিউর রহমান, খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন হাসান আরিফ : সংস্কৃতিকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী হাসান আরিফ। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর লাশে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। বেলা ১১টায় লাশ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দুপুর ১টা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন পর্ব। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ, অসীম কুমার উকিল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ। যুবলীগের পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদ একাংশের সভাপতি নাজমুল হক প্রধান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ছাত্রনেতা শফি আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, মফিদুল হক, কবি মুহাম্মদ সামাদ, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, আবুল কালাম আজাদ, ত্রপা মজুমদার, সংগীতশিল্পী রফিকুল আলম, ডা. কামরুল ইসলাম খান, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রূপা চক্রবর্তী প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ছাত্রমৈত্রীসহ অন্যান্য সংগঠন।

, সংস্কৃতি মন্ত্রণালয়, সেক্টর কমান্ডার্স ফোরাম, প্রজন্ম ’৭১, ছায়ানট, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, মহিলা পরিষদ, আওয়ামী শিল্পী গোষ্ঠী, বহ্নিশিখা, কণ্ঠশীলন, আবৃত্তি শিল্পী সংসদ, ক্রান্তি শিল্পী গোষ্ঠী, সুরের পাখি, গীতাঞ্জলি, ঋষিজ, দনিয়া সাংস্কৃতিক জোট, মহাকাল নাট্য সম্প্রদায়, পদ্মশ্রী সংগীত একাডেমি, পদাতিক নাট্য সংসদ, সংস্কৃতি মঞ্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, খেলাঘর আসর, উদীচী, মুকুল ফৌজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, দেশ নাটক, সুরতাল সংগীত একাডেমি, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, ত্রিলোক বাচিক পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশান, গণসংগীত সমন্বয় পরিষদ, বেঙ্গল ফাউন্ডেশন, স্বরব্যঞ্জন, থিয়েটার আর্ট ইউনিট, আইএফআইসি ব্যাংক, পথনাটক পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, স্বভূমি লেখক সংঘ, বাকশিল্পাঙ্গন, রোভার স্কাউট, ডিরেক্টরস গিল্ড, আরণ্যক, আবৃত্তি সমন্বয় পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, রঙ্গপীঠ ইত্যাদি।

এ সময় ভাইয়ের স্মৃতিচারণা করেন হাসান আরিফের ছোট বোন রাবেয়া রওশন তুলি। শ্রদ্ধা নিবেদন শেষে দীপু মনি বলেন, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন একে অন্যের হাত ধরে চলে। সেখানে তিনি সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ড. হাছান মাহমুদ বলেন, হাসান আরিফ আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেছেন। সারা দেশের সংস্কৃতিচর্চায় বিশেষ করে কবিতা আবৃত্তিকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান ছিল। নিঃসন্দেহে তাঁর এ মৃত্যু আমাদের সাংস্কৃতিক আন্দোলন ক্ষতিগ্রস্ত করবে।

শ্রদ্ধাঞ্জলি পর্বে হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়ে’ শিরোনামের রবীন্দ্রসংগীত পরিবেশন করেন জয়িতা। শহীদ মিনারের অস্থায়ী মঞ্চে হাসান আরিফের জন্য শোকবইও খোলা হয়। আর তাতে স্বাক্ষর করেন সংস্কৃতিকর্মী, সুহৃদ ও স্বজনরা।

শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর শেষ ইচ্ছানুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেহ দান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর