পুরান ঢাকার লালবাগে শিফা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টায় লালবাগের শহিদনগর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। ঢামেকে শিফার বড় ভাই শামীম বলেন, ‘দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে আমার ছোট বোন দেশে এসেছে। মঙ্গলবার রাতের খাওয়া শেষে আমরা সবাই যার যার রুমে ঘুমিয়ে পড়ি। সাহরির সময় আমার স্ত্রী অনেক ডাকাডাকি করলেও শিফা দরজা খুলছিল না। পরে দরজা ভেঙে দেখি বোন গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। তাকে নামিয়ে আমরা থানায় খবর দেই। আমার বোনের এখনো বিয়ে হয়নি। কী কারণে সে আত্মহত্যা করল বুঝতে পারছি না’।
জানা গেছে, তারা শহিদনগর এলাকার ৪ নম্বর গলির ৬/৩/এ নম্বর বাসায় ভাড়া থাকেন। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুধ পাতিল গ্রামে। শিফা তিন বছর ধরে সৌদি আরবে থাকতেন।
লালবাগ থানার এসআই কামরুল আলম বলেন, রাতে হাসান নামের এক ব্যক্তির সঙ্গে শিফার মোবাইলে কথা হয়। কথা বলার পরই তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি।