শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রাম যুবলীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম যুবলীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগরের সম্মেলন ঘিরে উৎসবের আমেজে রয়েছেন নেতা-কর্মীরা। সম্মেলনস্থলের আশপাশে সাঁটানো হয়েছে নানা ধরনের পোস্টার। আর এক দিন পরই পৃথক তিন ভেন্যুতে সম্মেলন হবে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। তবে ইতোমধ্যে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে সমাসীন হওয়ার জন্য পদপ্রত্যাশীরা তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে কেন্দ্রীয় নেতারা জানান। করোনা পরিস্থিতিসহ নানা কারণে চট্টগ্রাম যুবলীগের তিন সাংগঠনিক কমিটির তৎপরতা ও কর্মকান্ড মন্থর হয়ে পড়ে ছিল। কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসার পর আবারও চাঙাভাব দেখা দেয় চট্টগ্রাম যুবলীগে। তারই ধারাবাহিকতায় এবং কেন্দ্রীয় নির্দেশনায় নানা তৎপরতার পর সম্মেলনের দিন-তারিখ নির্ধারণ হয়েছে। জানা গেছে, ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন পটিয়ায়, উত্তর জেলা যুবলীগের সম্মেলন ২৯ মে হাটহাজারীতে এবং ৩০ মে নগর যুবলীগের সম্মেলন হবে নগরের দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে। এরই মধ্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ নাঈমের নেতৃত্বে নেতারা সম্মেলনের প্রস্তুতি দেখতে একাধিকবার চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা চট্টগ্রামে অবস্থান করছেন।

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সম্মেলন মানেই একটা মিলনমেলা। চট্টগ্রামের তিন সাংগঠনিক কমিটির সম্মেলন করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি শেষ হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন নেতৃত্ব নির্বাচনে যুবলীগের পতাকাতলে কোনো ধরনের বিপথগামী স্থান পাবে না।’

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব বলেন, ‘দীর্ঘ ১৯ বছর পর উত্তর জেলা যুবলীগের সম্মেলন হচ্ছে। এ সম্মেলন ঘিরে উত্তরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। এ উদ্দীপনা ধরে রাখতে যোগ্য এবং অতীতের ত্যাগ, নির্যাতন ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে এমন নতুন নেতৃত্ব নির্বাচন করবেন সেটাই প্রত্যাশা করছি।’

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর কমিটি : চট্টগ্রাম যুবলীগের তিন (উত্তর, দক্ষিণ ও নগর) ইউনিটের ১৯১টি জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় কমিটিতে জমা দেন সভাপতি-সাধারণ সম্পাদক।

সর্বশেষ খবর