শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

আদমদীঘিতে দুই চালকলের ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই চালকল মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। গত সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন চালকলে অভিযান চালানো হচ্ছে। অভিযানে সরকারি গুদামে চাল সরবরাহ না করে মজুদ রাখা এবং লাইসেন্স না থাকায় গতকাল বিকালে সান্তাহার পৌর শহরের সাইলো রোড এলাকায় মেসার্স শাপলা চালকলকে ৫০ হাজার ও ডিজিএম চালকলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক জানান, চালের বাজারে অস্থিরতা কমাতে অবৈধ চাল মজুদকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর