বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

আমাদের সক্ষমতার চ্যালেঞ্জের বিজয় পদ্মা সেতু : প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আমাদের সক্ষমতার চ্যালেঞ্জের বিজয় পদ্মা সেতু : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে যারা মিথ্যাচার করে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। আমাদের সক্ষমতার চ্যালেঞ্জের বিজয় পদ্মা সেতু।’

গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘পদ্মা সেতু : সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মাদ আলী শিকদার (অব.), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতার, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহরায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজামূল হক ভূঁইয়া প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘আমাদের সক্ষমতার চ্যালেঞ্জের বিজয় পদ্মা সেতু। অনেক প্রতিকূলতা মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করেছেন। তিনি দেখিয়েছেন চাইলে আমরাও পারি। পদ্মা সেতু নির্মাণে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়েছে অথবা অসত্য তথ্য যারা সরবরাহ করেছে তারা অপরাধী। তাদের বিচার করা ছাড়া বিকল্প নেই। অপরাধী কখনো পরিত্রাণ পেতে পারে না। তাদের অব্যাহতি দেওয়া হলে ভবিষ্যতে অনেকেই মনে করবে এ দেশে কোনো ঘটনা ঘটালে কিছুই হয় না। এখনো যারা পদ্মা সেতু নিয়ে মিথ্যাচার করে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর