বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

খুলনায় স্ত্রী-কন্যা হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় স্ত্রী ও কন্যাকে হত্যার দায়ে স্বামী মাহাবুবুর মোড়লকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। গতকাল খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল হক তথ্য নিশ্চিত করেন। আসামি মাহবুবুর ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া এলাকার সিরাজ মোড়লের ছেলে। জানা যায়, ২০১৫ সালের ৩১ আগস্ট পারিবারিক কলহের জের ধরে আসামি মাহাবুবুর স্ত্রী রেশমা ও এক বছর বয়সী কন্যাকে গলা টিপে হত্যা করে। দুজনের মৃত্যু নিশ্চিত করে সে পালিয়ে যায়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩১ ডিসেম্বর ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম নিহতের স্বামী মাহাবুবুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর